আজ আসি,
কী, চাওনিতো আমার দেখা,
আমি দেখ, এখনো বেঁচে আছি,
হ্যাঁ, আজ আসি।
আজ আসি,
আমি, কিজন্য এবং কেন,
জানবার আছে বুঝি,
না, কিছু পাবার জন্য নয়,
যা পেয়েছি-তাতেই সুখি,
হ্যা, আজ আসি।
আজ আসি,
তোমাদের দেখেছি, বুঝেছি,
জেনো, আমি খুব কাঙ্গাল
টাকার নয়, স্নেহ আর ভালবাসার,
ভুল নিও না, আমি নগন্য,
হ্যা, আজ আসি।
-একটি আক্ষেপমূলক স্মৃতিচারনমূলক লেখনি।
২৪-৬-১২; ০৬.৫০ সন্ধ্যা।